বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফিফা বিশ্বকাপ ২০১৮ : ভিন্ন ধাঁচে শুরু হলো বিশ্বকাপের উল্টো গণনা : আর মাত্র ৯৮ দিন

খেলা ডেক্স : হাতছানি দিচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর মাত্র ৯৮ দিন। ১০০ দিন বাকি থাকতে বিশেষ এক ভিডিও প্রকাশ করেছে ফিফা। এতে দেখা গেছে, ফুটবল দিয়ে জাগলিং, ড্রিবলিং করছেন ম্যারাডোনা, রোনালদোসহ কিংবদন্তীরা। নানা কৌশল দেখাচ্ছেন। ভিডিওর শেষে দেখা গেছে, ফিফা প্রধান জিয়ানি ইনফ্যান্টিনোর সঙ্গে ফুটবল নিয়ে খেলায় মেতেছেন এবারের বিশ্বকাপ আয়োজক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে উনবিংশ শতাব্দীর খ্যাতনামা রুশ সুরকার রিমস্কি করসাকভের অর্কেস্ট্রা সঙ্গীত ‘ফ্লাইট অব দ্য বাম্বলবি’র অংশবিশেষ।

মঙ্গলবার টুইটারে ভিডিওটি প্রকাশ করে ফিফা। ভিডিওর শুরুতে এবং টুইটে ফিফা লিখেছে, বিশ্বের সবচেয়ে বড় আয়োজনের জন্য কিছু মানুষের তর যেন সইছে না।

২০১৮ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল এই টিজার ভিডিওতে আরো খেলতে দেখা গেছে, ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো, সাবেক ইংলিশ মিডফিল্ডার ওয়েইন রুনি, সুইডেনের থমাস ব্রোলিন, কলোম্বিয়ার কার্লোস ভালদারামো, উরুগুয়ের দিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োলসহ আরো অনেককে।

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চার বছরের অপেক্ষার অবসান ঘটবে এ বছরের ১৪ই জুন। শুরু হবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াই। রাশিয়াজুড়ে মোট ১১টি শহরের ভেন্যুতে লড়বে ৩২ টি দেশ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।