বুধবার, ০১ মে ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চলচ্চিত্রে রোজিনার ৪০ বছর

বিনোদন ডেক্স : চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা তার চলচ্চিত্র ক্যারিয়ারের ৪০ বছর পূর্ণ করলেন। ১৯৭৮ সালে এফ কবির চৌধুরী পরিচালিত রাজমহল সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয়। সেই থেকে একটানা সিনেমা জগতে বিচরণ তার। সময়ের কারণে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়লেও এ অঙ্গন ছেড়ে যাননি। এখনো তাকে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। ইংল্যান্ডে বসবাস করলেও দেশে তার নিয়মিত যাতায়াত রয়েছে। ১৯৭৭ সালে রাজমহল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রোজিনা। শূটিং শেষে ১৯৭৮ সালের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পায়। তার নায়ক ছিলেন জনপ্রিয় নায়ক ওয়াসিম। রোজিনার প্রথম সিনেমাই সুপার হিট হয়। পরবর্তীতে একের পর এক সিনেমায় তিনি অভিনয় করেন। তার অভিনীত অধিকাংশ সিনেমাই সুপারহিট হয়। এর মধ্যে রয়েছে, চোখের মণি, সুখের সংসার, সাহেব, তাসের ঘর, হাসু আমার হাসু, হিসাব চাই, বন্ধু আমার, কসাই, জীবনধারা, সুলতানা ডাকু, মানসী, জনতা এক্সপ্রেস, অবিচার, দোলনা, দিনকাল, রসের বাইদানী, জীবনধারা, রূপবান, আলোমতি প্রেমকুমার, হুর-এ-আরবসহ প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ১৯৮০ সালে কসাই চলচ্চিত্রের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার, ১৯৮৮ সালে জীবন ধারা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। এছাড়া ১৯৮৬ সালে হাম সে হায় জামানা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পাকিস্তান থেকে নিগার পুরস্কার অর্জন করেন। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। ১৯৮৪ সালে রোজিনা কো-প্রাডাকশনের চলচ্চিত্র অবিচার-এ মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতেও অভিনয় করেন। সিনেমাটি বেশ প্রশংসিত হয়। রোজিনার স্বপ্ন এখনো চলচ্চিত্রকে ঘিরে আবর্তিত হয়। নতুন চলচ্চিত্র পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তার।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।