মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কাস্টমস হাউজ : কুরিয়ারে আবার এক্স গ্রুপ সক্রিয় : ডেলিভারির পর ট্রাক ভর্তি পণ্য ‘দেটান’ দেবার সময় ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট ধরে ফেলল এপিবিএন পুলিশ : গ্রেফতার ৩

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারে শুল্কায়নে আবার ‘এক্সগ্রুপ এনটন ’মুন্না (যুবলীগ নেতা, যিনি ইতিপূর্বে গ্রেফতার হয়ে জেল খাটেন) সেই ‘শ’আদ্যাক্ষর , যাকে কুরিয়ারে একনামে সবাই চিনে -জসিম- পিচ্চি আলামিন ( যার ঢেরা থেকে অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে অভিযানে কোটি টাকার পণ্য ডেলিভারি নেয়ার পর জব্দ করা হয়) সক্রিয় বলে গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে।। গোয়েন্দা নজরদারিতে এই গ্রুপের কন্ট্রাক্ট বাণিজ্যের ফসল সবার চোখ ফাকি দিয়ে কাস্টমসের শতভাগ পরিক্ষা-নীরিক্ষার পর পণ্য ডেলিভারির পর ট্রাকে পণ্য লোড করে ‘দেটান’ দেবার সময় বিমানবন্দরে কর্মরত এপিবিএন পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট আটক করেছে। এর সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
কুরিয়ার শুল্কায়নে এসি মুনমুন আকতার দীনা যোগদান করার পর থেকেই কুরিয়ারে এক্সগ্রুপের রামরাজত্ব বেড়ে যায়। এক দিনে ৮৭৫ পেপারসে পণ্য ডেলিভারি ঘটনাও এই কুরিয়ারে ঘটেছে।এই মহিলা এসি ঢাকা কাস্টমস হাউজে ৩ নং গ্রুপের দায়িত্ব পালনকালিন ২৫ লাখ টাকার ট্যাক্স ফাকির ঘটনায় একজন এআরও এবং একজন আরও’র বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল-যা এনবিআর থেকে তদন্ত করা হয়। সেই মহিলা এসিকে কুরিয়ারে প্রাইজ পোস্টিং দেয়া হয় বলে ব্যবসায়ীরা জানান। তিনি যোগদান করার পর পরই কুরিয়ারে এক্সগ্রুপের তৎপরতা বেড়ে যায়। প্রতিদিনই এসি ম্যানেজে গেট কন্ট্রাক্টে এ প্রক্রিয়ায় ভ্যালুয়েবল পণ্য পাচার হয়ে যাচ্ছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। এনটন মুন্না( আগে এনটন খাচায় চাকরি করতো, এখন নিজেই নেক্সসাস খাচার মালিক)সপ্তাহে ২/৩টি ডেলিভারি নিতো বলেও গোয়েন্দারা জানতে পেরেছে। কিন্ত গত ৮ জানুয়ারির পাচার ঘটনা ধরা পড়ে যায়। চলবে

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।