সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে তিন যাত্রীর থেকে সাড়ে ৭ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের উদ্ধারকৃত সোনার বার। ছবি: সংগৃহীতহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম প্রিভেন্টিভ দল শুল্ক গত ১৭ ডিসেম্বর রোববার দিবাগত রাতে শাহজালাল বিমান বন্দরে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ কেজি ৫৯০ গ্রাম,  মো. মহসীনের কাছ থেকে এক কেজি ৯৯০ গ্রাম ও  রেকনোজ্জামানের কাছ থেকে এক কেজি ৭৯০ গ্রাম সোনার ৭৪টি বার উদ্ধার করে।

আটক তিন জন ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা রিজেন্ট এয়ারে করে অভ্যন্তরীণ রুটের যাত্রী হিসেবে ঢাকায় আসেন।

উদ্ধার হওয়া সোনার বারগুলো যাত্রীদের ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো অবস্থায় আনা হয়।

আটক সোনার বাজার মূল্য প্রায় তিন কোটি ৭০ লাখ টাকা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।