সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে : ২৭ ফেব্রুয়ারি আদেশ

ডেক্স রিপোর্ট :  বুধবার বেলা ১টার দিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিক্ষার প্রতিবেদন  হাইকোর্টে জামা দেওয়া হয় বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজকে জমা দেয়ার কথা জানান । সময় ও ৭১ টিভি

দুদকের আইনজীবী জানিয়েছেন, উন্নত চিকিৎসার অনুমতি দেননি খালেদা জিয়া, কেন দেননি, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হবে। এদিকে খালেদা জিয়ার আইনজীবী জানান, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক না হলে তাকে হাইকোর্টে স্বশরীরে হাজিরের আবেদন করা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) অ্যাডভান্স (উন্নত) ট্রিটমেন্টের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং শুরু হলে কী অবস্থা তা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যকে নির্দেশ দেন হাইকোর্ট।

বুধবারের (২৬ ফেব্রুয়ারি) মধ্যে এ প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠাতে বলা হয়। এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।