রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সালাউদ্দিনকে চ্যালেঞ্জ করা মানিকের কপালে মানিক মিলল না , পেলেন নিজের ভোট

স্পোর্টস ডেক্স :  বাফুফে নির্বাচনে সভাপতির পদে থেকে বাদল রায় সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পরই উড়ে আসলেন শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক। ঘোষণা দিলেন সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে নির্বাচন করার। কিন্ত মানিকের কপালে মানিক জুটলো না, পেলেন নিজের ভোট, হলেন ক্রীড়াংগনে হাসিরপাত্র।

তার  সেই  ২১ দফা ইশতেহারও কাজে আসল না।মানিক অর্জন করতে পারেননি ভোটারদের আস্থা। পুনরায় বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন।  মানিকের প্রাপ্তি মোটে ১ ভোট। নিজের ভোট নিজে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাস্যরসের কমতি নেই।

রাজধানীর একটি হোটেলে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন১৩৫ জন। ৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন সালাউদ্দিন। বাদল পেয়েছেন ৪০ ভোট, অথচ দুই দফা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন এই সাবেক ফুটবলার।

সালাউদ্দিনের বিরুদ্ধে একমাত্র প্রার্থী হিসেবে তাই কার্যত টিকে ছিলেন মানিক। সাবেক এই ফুটবলার ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ ইশতেহার ঘোষণার সময় আশাবাদী ছিলেন ভোটারদের মন জয় করতে পারবেন। কিন্তু ভোটের মাঠে দেখা গেলো একেবারেই ভিন্ন চিত্র।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।