সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কন্টাক্টর হিরো- জিরো থেকে হিরো

স্টাফ রিপোর্টার : কন্টাক্টর হিরো, জিরো থেকে হিরো। নামের সাথে কাজের মিল আছে। তিনি একজন সাব কন্টাক্টর, অন্য ঠিকাদারের কাজ কিনে নিয়ে সিএএবিতে ঠিকাদারি কাজ করেন। সিএএবির কাওলার স্টাফ কোয়ার্টারে তার নাম-ডাক-খ্যাতি রয়েছে। কোন কোয়ার্টারের দরজা,জানালা, গ্রীল, লক অকেজো হলে হিরো তা মেরামত করে দেন। অন্য ঠিকাদাররা কোয়ার্টারের ভবনগুলোতে রঙকরণ কাজ নামকাওয়াস্তে করলেও হিরো শতভাগ রঙকরণ কাজ করেন। ভাগিনা নামে পরিচিত একজন ঠিকাদারের সংশ্লিষ্ট কয়েকটি ভবনের রঙকরণ নিয়ে হিরো প্রশ্নœ তোলেন। একজন কার্য সহকারি/ ফোরম্যান তার কাজ তদারকি করেন। একজন প্রকৌশলীর সাথে হিরো ঠিকাদারি ব্যবসা করে আজ অনেক টাকার মালিক। ওই প্রকৌশলীর নেপথ্যে ঠিকাদারি কাজ নিয়ে হিরোকে দিয়ে কাজ করান। লাভ হিরো- প্রকৌশলী ফিফটি ফিফটি।ক্রমশ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।