সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
গুগল ডুডলে বাংলা নববর্ষ

একুশে বার্তা ডেক্স : বাংলা নববর্ষ উপলক্ষে গতবারের মতো এবারও বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। পহেলা বৈশাখের প্রথম প্রহরেই সারা বিশ্বের বাঙালিদের ডুডল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানায় গুগল। শুক্রবার রাত ১২টার পর থেকে গুগলের হোম পেজে দেখা যাচ্ছে ডুডলটি।

ডুডলে তুলে ধরা হয়েছে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহ্যকে। এতে দেখা যাচ্ছে- একটি বড় হাতির নকশা, যা বসানো আছে দুই চাকার একটি গাড়ির ওপর। হাতিটির দু’পাশে মঙ্গল শোভাযাত্রার চিত্র আর নিচে ইংরেজিতে লেখা গুগল। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়।

বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে গুগল এখন নিয়মিত নানা ডুডল প্রকাশ করছে। এর আগে গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষেও বিশেষ ডুডল তৈরি করেছিল গুগল।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।