সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চলতি মাসে এসএসসির ফল, ৬ জুন থেকে একাদশে ভর্তি

ডেক্স রিপোর্ট : চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সে লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

জানা যায়, ঈদের ঠিক আগে বা পরে এ ফলাফল প্রকাশ করার লক্ষ্য তাদের। ফলাফল প্রকাশের পরই ৬ জুন থেকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফলাফল প্রকাশের কাজ আটকে ছিলো। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ১০ মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে।

তিনি আরো বলেন, চলতি মাসেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এসএসসির ফল প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে আগামী মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করবো আমরা। সূত্র জানিয়েছে, এই ভর্তি কার্যক্রম চলবে ২৪ জুলাই পর্যন্ত। ১৬ আগস্ট থেকে ক্লাস চালু হতে পারে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।